বাংলাদেশ রেলপথের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো এ চুক্তিতে সই করেন। টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ডাবল ট্রাক (ব্রডগেজ ও মিটারগেজ) ৬৪ কিলোমিটার রেলপথের উন্নয়ন ও দর্শনা-ঈশ্বরদী সিগন্যাল সিস্টেমের উন্নয়ন কাজে এই অর্থ ব্যয় করা হবে। এতে ওই রেলপথে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষরের পর তেরেসা খো জানান, রেলপথের উন্নয়নে ঋণ দিতে পেরে তারা খুশি।
ইকবাল মাহমুদ বলেন, “ভবিষ্যতেও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এডিবি’র সহায়তা অব্যাহত থাকবে। পুরো রেলপথের উন্নয়নে এডিবি ২০০৬ সালে ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। ওই সম্মতির অংশ হিসেবেই এডিবি এই ঋণ দিচ্ছে। এরই মধ্যে এডিবি এ কাজে ১৩০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।