৭ মাসে ৪ লাখ ৭০ হাজার লোক বিদেশে কাজ নিয়ে গেছেন: শ্রমমন্ত্রী

৭ মাসে ৪ লাখ ৭০ হাজার লোক বিদেশে কাজ নিয়ে গেছেন: শ্রমমন্ত্রী

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গত ৭ মাসে ৪ লাখ ৭০ হাজার লোক বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

সোমবার বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হাবিবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী প্রমুখ।

শ্রমমন্ত্রী বলেন, ‘‘চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গত ৭ মাসে মোট ৪ লাখ ৭০ হাজার লোক বিদেশে গিয়েছেন। বর্তমানে প্রায় ৯০ লাখ বিদেশে কর্মরত আছেন। এর প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত।’’

শ্রমমন্ত্রী বলেন, ‘‘ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো আয় দেশে পাঠানো নিশ্চিত করা গেলে বার্ষিক ১৫/২০ বিলিয়ন ডলার হবে। এতে করে আমাদের বিদেশি মুদ্রা নিয়ে আর চিন্তা করতে হবে না। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ১২ থেকে ১৩ বিলিয়ন ডলারের মধ্যে।’’

অর্থ বাণিজ্য