ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সোমবার কোর্টপাড়ার ব্যাংকভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যার শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মাদ আব্দুল মজিদ।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মো. এনায়েত হোসেন।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কৃষক সমবায়ী প্রতিনিধি মো. নুরুজ্জামান ভূঁইয়া, মো. ফজলুল হক, আফরোজা ইয়াসমিন, মো. মিরহাজ মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. লুৎফর রহমান, সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রমুখ।
সভায় ২০১১-১২ বছরের বার্ষিক রিপোর্ট, আয়-ব্যয় হিসাব, কার্যবিধি, চাকরি বিধিসহ বিভিন্ন কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। এছাড়া সফল ঋণগ্রহীতা ও সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।