রিমির হাতে মনোনয়নপত্র তুলে দিলেন শেখ হাসিনা

রিমির হাতে মনোনয়নপত্র তুলে দিলেন শেখ হাসিনা

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির হাতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে রিমির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেছেন, “কাপাসিয়ার মাটি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের স্মৃতিবিজড়িত। তার স্মৃতি ধরে রাখতে সবাইকে রিমির পক্ষে কাজ করে তাকে নির্বাচিত করতে হবে।“

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কাপাসিয়া ও গাজীপুরের আওয়ামী লীগ নেতাকর্মীদের ডেকে এনে তাদের প্রতি এ আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী সিমিন হোসেন রিমির হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।

এসময় সিমিন হোসেন রিমি সবার কাছে দোয়া চান এবং তার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি এলাকার মানুষের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “রিমির ভাই সোহেল তাজ পারিবারিক কারণে তার আসন থেকে পদত্যাগ করেছেন, এটা আমি জানি। এখন রিমি এ এলাকার মানুষের জন্য কাজ করবেন। আমি এবং আমার বোন শেখ রেহানা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ আমরা সবাই রিমির মা জোহরা তাজউদ্দীনের কাছে গিয়েছিলাম। তার মতামত নিয়েই রিমিকে আওয়ামী লীগের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দলের সংসদীয় বোর্ড। এখন রিমিকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা তাকে নির্বাচিত করবেন।“

এসময় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হক প্রমুখ।

রাজনীতি