বিরোধী দলকে গাজীপুর উপ-নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান

বিরোধী দলকে গাজীপুর উপ-নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান

গাজীপুরের উপ-নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জনানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান।

গাজীপুরের উপ-নির্বাচনে বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণ যোগ্য হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে গাজীপুরের উপ- নির্বাচনে অংশ নেবে। আমরা চাই বিএনপি এ নির্বাচনে অংশ নিক।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে না তা আমরা এই মুহূর্তে ভাবতে চাই না। আমরা আশা করি বিএনপি এ নির্বাচনে অংশ নেবে।

‘পাতানো নির্বাচন ও গৃহপালিত বিরোধী দলের মাধ্যমে কেউ-কেউ ক্ষমতায় যেতে চায়’ মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে-হানিফ বলেন, ‘আমরা আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে করতে চাই । আমরা চাই সব দলের অংশগ্রহণ। কিন্তু বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে’।

তিনি আরও বলেন, ‘যারা বিরোধী দলে আছেন, তারা আরও দায়িত্বশীল আচরণ করবেন। তারা জনমনে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করবেন না এমনটিই আমরা আশা করি’।

রাজনীতি