অলিম্পিক নায়ক দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ দারুণ একটি খবর দিয়েছেন। একসঙ্গে দুই কন্যার বাবা হয়েছেন। বোধহয় দুই মেয়ের জন্যই লন্ডন অলিম্পিক গেমসে দুটি স্বর্ণপদক জিতেছেন ফারাহ।
অলিম্পিক গেমস চলা কালে ফারাহ’র স্ত্রী তানিয়া স্বামীকে সন্তান উপহার দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। পাঁচ হাজার ও ১০ হাজার মিটারে অলিম্পিক স্বর্ণ জয়ী এই অ্যাথলেট পদক জয়ের পর অনাগত সন্তানের উদ্দেশ্যে তা উৎসর্গও করেছিলেন।
শনিবার বার্মিহামে এক সংবাদ সম্মেলনে ফারাহ বলেন,‘আমার স্ত্রী অনেকদিন পর্যন্ত তাদেরকে ধরে রেখেছে। খুব ভালো যে অলিম্পিকের সময় তাদেরকে জন্ম দেয়নি।’
শুক্রবার তানিয়া কন্যাদ্বয়কে পৃথিবীর আলোতে নিয়ে আসায় খুব খুশি হয়েছেন ফারাহ,‘আমি একজন সুখি মানুষ।’
সন্তানের জন্মের আগে পিতা হওয়া সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন,‘এটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। এতে কোন নিয়ন্ত্রণ নেই। কিন্তু একজন পিতা হিসেবে গর্ব করি।’
ফারার একটি সৎ মেয়ে আছে। এখন তার ঘরজুরে তিন কন্যার বাস। পরের বার তানিয়া দুটি পুত্র সন্তানের জন্ম দিলে খুশি হবেন বলে জানান তিনি,‘আমার পরিবারে এখন তিনটে বাচ্চা। আমার স্ত্রী যদি আরও দুটো জমজ ছেলের জন্ম দেয় তখনও আমি খুশি হবো।’