নাইজেরিয়ার তেল সমৃদ্ধ দ্বীপ নাইজার থেকে সংঘবদ্ধ চক্রের হাতে অপহৃত তেল কোম্পানির স্থানীয় ২৮ জন কর্মীকে নাইজেরীয় নৌ সেনারা উদ্ধার করেছে।
নৌসেনা কর্মকর্তা কমোডর কবির আলিয়ু বলেন, অপহৃতরা চীনের তেল সার্ভিসিং প্রতিষ্ঠান সিনোপেক নিয়োজিত নাইজেরিয়ায় স্থানীয় কর্মকর্তা।
বাকাসি জলপথে অপহরণকারী ল্যাপটো মেরিন ফোর্স গত বৃহস্পতিবার তাদের অপহরণ করে।
গত শুক্রবার নৌ অভিযানে তাদেরকে মুক্ত করা হয় বলে কবির আলিয়ু জানান।
তিনি আরো বলেন, দলটি বহুদিন ধরে বাকাসি জলপথে গুম, চুরি, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে।
উল্লেখ্য, নাইজার দ্বীপে চুরি এবং অপহরণ বর্তমানকালের নিয়মিত ঘটনা।