লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে একই পরিবারের ৩ জনসহ ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর ৫ জন মারা যান।
রোববার বিকেলে রামগঞ্জ থানার কাটাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়নাল আবেদিন (৪০), তার স্ত্রী নাসিমা (৩৫), মেয়ে রহিমা (১০), ভাগ্নি রাজিয়া (২০), আমেনা (৪০), মনোয়ারা (৫৫), তামান্না (১৩), তসলিমা (৩৫) ও নাসিমা (৪৫)।
নিহতরা সবাই কনেপক্ষের আত্মীয়স্বজন বলে জানা গেছে।
রোববার বর মহসিন পাটওয়ারীর বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় পথিমধ্যে কনেপক্ষের আত্মীয়স্বজনরা এ দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ঘটনাস্থলে ছুটে যান এবং হতাহতদের পরিবারের সদস্যদের দাফন-কাফনের ব্যবস্থাসহ আর্থিক সহায়তার আশ্বাস দেন।
লক্ষীপুর জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমা সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রামগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) কামাল হোসেন জানান, রামগঞ্জ থানা থেকে কনেযাত্রীবাহী কয়েকটি গাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নারিকেলা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে রামগঞ্জের কাটাখালী এলাকায় কনের গাড়ি বহর থেকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই ৪ জন ও বাকি ৫ জন হাসপাতালে মারা যান।
তিনি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নারিকেলতলা পাটওয়ারীর বাড়ির মরহুম মান্নান পাটওয়ারীর ছেলে মহসিন পাটওয়ারীর সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নোয়াগাঁও মিজি বাড়ির হাফেজ আহমেদ মিজির মেয়ে কুসুম আক্তার মুক্তার শনিবার বিয়ে হয়।
রোববার বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই কামাল হোসেন।
এর আগে স্থানীয়রা জানিয়েছিলেন, ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।