মিউজিক্যাল কম্পিটিশন নেসক্যাফে গেট সেট রক-এর এক্সপ্রেসো রাউন্ড শুরু হচ্ছে ৬ জানুয়ারি থেকে। এ রাউন্ড থেকে বিচারকের আসনে বসছেন আইয়ূব বাচ্চু, পিলু খান ও বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শুক্র ও সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন উর্মিলা ও পরিচালনা করছেন তাহের শিপন।
নেসক্যাফে গেট সেট রক কম্পিটিশনে সারাদেশ থেকে উঠে আসা ৯৮ জন প্রতিযোগীকে তিন বিচার প্রতিযোগিতার কিছু খুটিনাটি সম্পর্কে নিদের্শনা দিয়েছেনগহ ২৬ ডিসেম্বর। প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠাসের শুটিং হয়েছে ২৭ ডিসেম্বর।
নেসক্যাফে গেট সেট রক-এর এক্সপ্রেসো রাউন্ডের প্রতি দলে সদস্য রয়েছে ৭ জন করে। মোট ১৪টি দল এখানে পারফর্ম করবে। তবে মার্কিং হবে ইনডিভিজ্যুয়াল পারফর্মেন্সের উপর। এখান থেকে তৃতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হবে ৭টি দল। এখানেও প্রতি দলে সদস্য থাকবে ৭ জন। এ ৭ দলের সদস্যদের নিয়ে ৬ জনুয়ারি থেকে শুরু হবে গ্রুমিং রাউন্ড। এর আগে অনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে দেশের ৫০ জন মিউজিশিয়ান ও ৫০ জন গণমাধ্যম সাংবাদিকদের সাথে।