পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের উদ্যেক্তাদের ৯০ শতাংশ শেয়ারের ওপরে থাকা শেয়ার বিক্রয়ের তিন বছরের নিষেধাজ্ঞা (লকইন) উঠে গেলেও রোববার পুঁজিবাজারে এর তেমন নেতিবাচক প্রভাব পড়েনি।
পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত যেকোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের ওপর তিন বছরের লকইন থাকে। সে হিসাবে গ্রামীণফোনের উদ্যোক্তা পরিচালক নরওয়ের প্রতিষ্ঠান টেলিনর এবং দেশীয় প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ও তাদের মনোনীত প্রতিনিধিরাদের ধারণকৃত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা ছিল।
এ নিষেধাজ্ঞা শেষ হয় গত ১৯ আগস্ট। ওই দিন সরকারি ছুটির কারণে রোববার তা কার্যকর হয়। এদিন এ বৃহৎ কোম্পানিটির ৯০ শতাংশ শেয়ার বাজারে এলেও পুঁজিবাজারে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।
যদিও ধারণা করা হয়েছিল, উদ্যোক্তাদের শেয়ার লকইন উঠে যাওয়ায় বাজারের সূচকে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
তালিকাভুক্তির পর গ্রামীণফোন কোম্পানির শেয়ারের বাজার দর ওঠানামায় সার্বিক মূল্যসূচকেও ব্যাপক উত্থান-পতন হয়। ২০০৯ সালের ১৬ নভেম্বর তালিকাভুক্তির দিনে ডিএসইর সাধারণ সূচক বেড়েছিল ৭৬৪ পয়েন্ট। এর মধ্যে গ্রামীণফোনের কারণেই সূচক বেড়েছিল ৭১৭ পয়েন্ট।
উল্লেখ্য, গ্রামীণফোনের বর্তমান পরিশোধিত মূলধন এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৩৫ কোটিরও বেশি। সর্বশেষ বাজারমূল্য ১৯০ টাকা হিসাবে কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ২৫ হাজার ৬৪২ কোটি টাকা। কোম্পানিটি আইপিওতে (প্রাইভেট প্লেসমেন্টসহ) ১৩৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল।
গ্রামীণফোনের পর বাজার মূলধনের দিক থেকে শীর্ষে রয়েছে পরিশোধিত মূলধনের দিক থেকে তৃতীয় বৃহত্তম কোম্পানি তিতাস গ্যাস, যার বাজার মূলধন ৭ হাজার ৩০১ কোটি টাকা।
গ্রামীণফোনের তুলনায় তিতাস গ্যাসের বাজার মূলধন সাড়ে তিন গুণ। অর্থাৎ একই পরিমাণ সূচক পরিবর্তনে বর্তমানে গ্রামীণফোনের তুলনায় তিতাসের শেয়ারদর সাড়ে তিন গুণ হ্রাস বা বৃদ্ধি পেতে হবে।
অপরদিকে, ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন এক হাজার ৪১৯ কোটি টাকা হলেও এর বাজার মূলধন ৩ হাজার ২৩৭ কোটি টাকা, যা গ্রামীণফোনের তুলনায় প্রায় এক-অষ্টমাংশ। অর্থাৎ গ্রামীণফোনের ১ টাকা দর বৃদ্ধি বা হ্রাসে সূচকে যতো পয়েন্ট যোগ বা হ্রাস পায়, সেই একই পরিমাণ সূচক যোগ বা হ্রাসে ন্যাশনাল ব্যাংকের শেয়ার ৮ টাকা বাড়তে বা কমতে হবে।
কিন্তু কোম্পানিগুলোর সাম্প্রতিক বাজারদর পর্যালোচনায় দেখা গেছে, শীর্ষ বাজার মূলধন বিশিষ্ট অন্যান্য কোম্পানির তুলনায় গ্রামীণফোনের বাজারদর সবচেয়ে বেশি ওঠানামা করেছে।