বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সমাপ্ত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সমাপ্ত

রোববার রাত সোয়া ন’টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলা এ বৈঠক শেষ হয় রাত ১০টা ৪৫ মিনিটে।

বৈঠকের সিদ্ধান্ত আগামী সোমবার জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বৈঠকের মাঝামাঝি সময় বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিপর্যস্ত অর্থনীতি, দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতি, নির্দলীয় সরকারের দাবি নিয়ে পরবর্তী কর্মসূচিসহ বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। এ বৈঠক আরও অনেকক্ষণ চলবে। বৈঠকে যে সিদ্ধান্ত হবে তা আগামীকাল সোমবার সাংবাদিক সম্মেলনে জানানো হবে।”

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এম.কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্রিগেডিয়ার (অব.) আ.স.ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সারোয়ারি রহমান।

ব্যারিস্টার মওদুদ আহমদ বিদেশে থাকায় রোববারের বৈঠকে উপস্থিত হতে পারেননি। আর তরিকুল ইসলাম আছেন তার নির্বাচনী এলাকা যশোরে। স্থায়ী কমিটির আরেক সদস্য এম শামসুল ইসলাম অসুস্থ থাকার কারণে যোগ দিতে পারেননি।

এছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন তারেক রহমান। যুদ্ধাপরাধের অভিযোগে জেলে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

রাজনীতি