ভারতের চেন্নাইয়ে ভুয়া ক্রেডিটকার্ড ব্যবহার করে সিটিব্যাংকের দু’টি অ্যাকাউন্ট থেকে ৪৯ রাখ রুপি চুরির অভিযোগ ৩০ বছর বয়সী এক তরুণীকে আটক করেছে পুলিশ।
প্রতীক্ষা নামে ওই তরুণী টিসিএস ইসার্ভিস নামে একটি সফটওয়্যার কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ওই প্রতিষ্ঠান তাকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, টিসিএস ইসার্ভিস কোম্পানিটি সিটিব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ে প্রযুক্তিগত সহায়তা দেয়। এ প্রতিষ্ঠানে কাজ করার সময় প্রতীক্ষা খেয়াল করেন কয়েকটি অ্যাকাউন্ট প্রায় বছরখানেক ধরে অকার্যকর হয়ে পড়ে রয়েছে। তখন তিনি ওই অ্যাকাউন্টগুলোর মালিকের ঠিকানা এবং বিস্তারতি পাল্টে ফেলে তাদের হয়ে ক্রেডিট কার্ডের জন্য ব্যাংক বরাবর আবেদন করেন। তিনি এতে সফলও হন।
এতে করে ব্যাংক বিভ্রান্ত হয়ে নতুন ঠিকানার ক্রেডিট ও ডেবিট কার্ডে দাবি অনুযায়ী টাকা পাঠাতে থাকে। এক সময় ব্যাংক কর্তৃপক্ষ ব্যালেন্সে অসঙ্গতি দেখতে পেয়ে টিসিএস ইসার্ভিস সফটওয়্যার কোম্পানিকে বিষয়টি জানায়। ওই কোম্পানি তদন্ত করে দেখে প্রতীক্ষার কম্পিউটার থেকে ওই সব অ্যাকাউন্ডে প্রবেশ করা হয়েছিল।
টিসিএস ইসার্ভিসের অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চকে জানায়। পরে আশোক নগরের বাসিন্দা প্রতীক্ষাকে আটক করে তারা।
প্রতীক্ষা অবশ্য জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। চরম অর্থসঙ্কটে নিপতিত এক বন্ধুর জন্য তিনি এ কাজ করেছেন বলে জানান। প্রতারণার মাধ্যমে করা ক্রেডিট কার্ড দিয়ে তোলা সব টাকা তার বন্ধুই খরচ করেছে বলে জানান প্রতীক্ষা।
প্রতীক্ষা টিসিএস ইসার্ভিস কোম্পানিতে সাত বছর ধরে কাজ করছেন। তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স। তার স্বামীও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।