উদ্বোধনী ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের শতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শিরোপা ঘরে তুলেছে ভারত। রোববার ফাইনালে তারা ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারায়। অসিদের ছুঁড়ে দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত। অস্ট্রেলিয়া- ২২৫/৮ (৫০ওভার) ভারত- ২২৭/৪ (৪৭.৪ ওভার) ফলাফল: ভারত ৬ উইকেটে জয়ী। টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি স্বাগতিকরা। পেসার সন্দ্বীপ শর্মার মারাত্মক বোলিংয়ে ৩৮ রানে চার ব্যাটসম্যানকে হারায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে একাই দলের প্রাথমিক বিপদ সামাল দেন অধিনায়ক উইলিয়াম বসিস্টো। পঞ্চম উইকেটে ট্রাভিস হিডের সঙ্গে ৬৫ এবং ষষ্ঠ উইকেটে অ্যাস্টন টার্নারের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। বসিস্টোর অপরাজিত ৮৭ রানের সুবাদে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অপর ব্যাটসম্যানদের মধ্যে টার্নার ৪৩ ও হিড ৩৭ রান করেন। ৫৪ রানে চারটি উইকেট শিকার করেন সন্দ্বীপ শর্মা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান প্রশান্ত চোপরাকে (০) হারালেও একপ্রান্ত আগলে রেখে দলীয় ইনিংস এগিয়ে নেন উন্মুক্ত চাঁদ। দ্বিতীয় উইকেটে বাবা অপরাজিথের সঙ্গে ৭৩ এবং পঞ্চম উইকেটে স্মিত প্যাটেলের সঙ্গে হার না মানা ১৩০ রানের জুটি গড়ে দলকে সহজ বিজয় এনে দেন চাঁদ। ১৩০ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন চাদ। অন্যদিকে চার বাউন্ডারিতে ৮৪ বলে প্যাটেলের ব্যাট থেকে আসে ৬২ রান (অপঃ)। জোয়েল প্যারিস, মার্ক স্টেকেটি, গুরিন্দর সাঁধু ও অ্যাস্টন টার্নার প্রত্যেকেই একটি করে উইকেট পান। অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান উন্মুক্ত চাঁদ। অন্যদিকে টুর্নামেন্ট সেরা হন অস্ট্রেলিয়া অধিনায়ক উইলিয়াম বসিস্টো।