বাংলাদেশের দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছি: রাশিয়ান নারী

বাংলাদেশের দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছি: রাশিয়ান নারী

ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এদিন রাজধানীর দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘুরতে এসেছেন বিদেশি নাগরিকরাও। ছুটির দিনে বাংলাদেশের সংস্কৃতি ও দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছেন তারা।

শুক্রবার (৬ মে) রাজধানীর পুরান ঢাকার আহসান মঞ্জিলে ঘুরতে এসেছেন রাশিয়ান নারী ইলেয়েনা বাজ। তার সঙ্গে এসেছেন পরিবারের সদস্যসহ ১৪-১৫ জন রাশিয়ান।

ইলেয়েনা বাজ জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন আমি বাংলাদেশ বসবাস করছি। এখানকার দর্শনীয় স্থান দেখতে এসেছি আজ। জানতে ও বুঝতে এসেছি এ দেশের কালচার (সংস্কৃতি)। এখানে এসে দেখছি বহু মানুষ। ঈদ উৎসবে এখানে দর্শনার্থী বেশি। সবাই বেশ উচ্ছ্বসিত। সবমিলিয়ে বেশ আনন্দ লাগছে।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন। পরিবারের বাইরের কিছু রাশিয়ানও আছেন। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন জায়গায় চাকরি করছেন। সবাই মিলে বাংলাদেশের দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছি।’

বাংলাদেশ শীর্ষ খবর