অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কার্যক্রম শনিবার রাত ১২টা থেকে শুরু হচ্ছে। এ বছর ভর্তি ফরমের মূল্য ৩০ টাকা বাড়ানো হয়েছে।
রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। শনিবার রাত ১২টা থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার পে-স্লিপ সংগ্রহ করা যাবে।
২৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রয়ত্ব যে কোনো ব্যাংকে আবেদনপত্রের ৩৫০ টাকা জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ২২ সেপ্টেম্বরের মধ্যে ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
গতবছর প্রাথমিক আবেদনের জন্য প্রার্থীকে মোট ৩২০ টাকা ব্যয় করতে হতো; ৩০০ টাকা আবেদন ফরমের মূল্য এবং ২০ টাকা ব্যাংক মাশুল। এবার ব্যাংক মাশুল অপরিবর্তিত থাকলেও ফরমের মূল্য ধরা হয়েছে ৩৩০ টাকা।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “অনলাইন চার্জ বৃদ্ধির কারণে ফরমের মূল্য ৩০ টাকা বৃদ্ধি করা হয়েছে।”
প্রশাসনিক ভবন সূত্রে আরও জানা গেছে, যেসব শিক্ষার্থী ২০১২ ও ২০১১ সালে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। তবে প্রাথীকে অবশ্যই ২০০৭ বা তার পরবর্তী সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যদিকে, ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের জন্য এবারের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত অনুমতি নিতে হবে।
অনলাইনে প্রাথমিক আবেদন: অনলাইনে প্রথামিক আবেদননের জন্য ভর্তিচ্ছুকে ৪টি ধাপ সম্পন্ন করতে হবে।
প্রথমে, www.admission.univdhaka.edu
এই ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের ইউনিট বাছাই করতে হবে।
এরপর ওয়েবেসাইটে ‘আবেদন (Apply)’ লিংকে ক্লিক করে প্রার্থীকে উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে।
উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের সমমান এর যে কোনোটিতে জিসিই বা বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সমতা নিরূপনের জন্য প্রথমে তার প্রাথমিক ও শিক্ষাসংক্রান্ত তথ্য ও গ্রেডশিটের ফটোকপিসহ সংশ্লিষ্ট ইউনিট অফিসে আবেদন করতে হবে।
টাকা জমা দেওয়ার রসিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে এবং রসিদের দুটি অংশেই স্বাক্ষর (আবেদনকারীর) করে দেশের যে কোনো স্থানে অবস্থিত সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের শাখায় টাকা জমা দিতে হবে।
আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রসিদে উল্লেখিত ব্যক্তি পরিচিতি নম্বর (পিন নম্বর) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রসিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি ২২ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে।
আবেদন ফরম পূরণে কোনো সমস্যা হলে ৯৬৬৯৯৩৪ এ টেলিফোন নম্বরে যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।