রিমিই মনোনয়ন পেলেন

রিমিই মনোনয়ন পেলেন

গাজীপুর- ৪ আসনের উপনির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মেয়ে সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

শনিবার সন্ধ্যায় বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সৈয়দ আশরাফ বলেন, “সৈয়দা জোহরা তাজউদ্দিন দলের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি এ আসনের এমপি ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। এ সময় রিমিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী তার সম্মতি চান। তিনি সম্মতি দিয়েছেন।”

তিনি জানান, নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে।

উল্লেখ্য, গাজীপুর- ৪ আসনে সিমিন হোসেন রিমি মনোনয়ন পাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এরপর রিমি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, উপ-নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা না হওয়ার বিষয়ে আমি এখনোও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত হলেই জানানো হবে।”

এরপর শনিবার সন্ধ্যায় রিমির মা সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রিমিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তার সঙ্গে কথা বলেন।

 

রাজনীতি