নরওয়েতে ৭৭ ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় হত্যাকারী ব্রেইভিক তাকে দেওয়া আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল না করার ঘোষণা দিয়েছেন। গত বছর নরওয়ের উতোয়া দ্বীপে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি যুবক্যাম্পে গুলি চালিয়ে এবং রাজধানী অসলোতে বোমা হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার দায়ে গত শুক্রবার নরওয়ের আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেয়।
রায় পরবর্তী প্রতিক্রিয়ায় খুনি ব্রেইভিক এর বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের কথা জানায়। পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষ মারতে ব্যর্থ হওয়ার জন্য নরওয়ের উগ্র জাতীয়তাবাদীদের কাছে ক্ষমাও চান তিনি।
আদালতে ব্রেইভিক স্বীকার করেন, তিনি পূর্ব পরিকল্পিতভাবেই অসলোর সরকারি দপ্তরের বাইরে ফার্টিলাইজার বোমা ব্যবহার করে ৮ জন এবং উটোয়া দ্বীপের যুব ক্যাম্পে হামলা চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন।
এদিকে ব্রেইভিকের দণ্ডের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে অসলো থেকে জানিয়েছেন এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি। তিনি বলেন, “কর্তৃপক্ষ যতক্ষন পর্যন্ত না নিশ্চিত হচ্ছে ব্রেইভিক জনগণের জন্য বিপদজনক নয়, ততক্ষণ পর্যন্ত তাকে কঠোর নিরাপত্তায় কারাগারেই রাখা হবে।” কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে ব্রেইভিককে হয়ত তার বাকি জীবন কারাপ্রকোষ্ঠেই কাটাতে হবে বলে ধারণা করা হচ্ছে।