মেক্সিকো পুলিশের ছোড়া গুলিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত একটি মহাসড়কে দূতাবাস কর্মী বহনকারী একটি গাড়িতে পুলিশ আকস্মিকভাবে গুলি চালালে এর আরোহী কমপক্ষে দুই ব্যক্তি আহত হয়। তারা দু’জনই স্থানীয় মার্কিন দূতাবাসের কর্মী বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এ ব্যাপারে মেক্সিকোর কর্তৃপক্ষ জানায় নগরীর দক্ষিণে অবস্থিত সিরনাভাকা এলাকার একটি সড়কে অপরাধীদের সঙ্গে ফেডারেল পুলিশ বাহিনীর সংঘর্ষের সময় ওই গাড়িটি ভূলক্রমে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে মেক্সিকোর জননিরাপত্তা মন্ত্রণালয় ও নৌবাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, শুক্রবার দিনের প্রথমভাগে তেরেস মারিয়াস-হুইজিলাক মহাসড়কে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি গাড়িতে ভুলক্রমে গুলি চালায় ফেডারেল পুলিশ সদস্যরা। পুলিশ সেখানে অপরাধী বিরোধী অভিযানে লিপ্ত ছিলো। এ সময় দুই আরোহী আহত হলেও তারা সবাই এখন বিপদমুক্ত বলে বিবৃতিতে জানানো হয়।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আরও তদন্তের জন্য কাজ করা করছে তারা।