পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির তিনজন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানি তিনটি হল- উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে জানানো হয়, উত্তরা ব্যাংকের পরিচালক বদরুন্নেছা (শারমিন) ইসলাম নিজ কোম্পানির এক লাখ ৩০ হাজার, ফনিক্স ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক আলি আফজাল খান ৬৪ হাজার এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক নুরুল ইসলাম এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আরও জানানো হয়, বর্তমানে উত্তরা ব্যাংকের পরিচালক বদরুন্নেছা (শারমিন) ইসলামের কাছে ৭৯ হাজার, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা পরিচালক আলি আফজাল খানের কাছে ১৩ লাখ ৫১ হাজার ৯১০টি এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক নুরুল ইসলামের কাছে ৫৮ লাখ ৪২ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।
তারা সবাই বর্তমান বাজার মূল্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ক্রয় করবেন।