শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দলের চূড়ান্ত স্কোয়াড শনিবার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিযোগিতার পর্দা উঠবে আগামী ১৮ সেপ্টেম্বর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। আর দলকে এগিয়ে নিতে ময়দানী লড়াইয়ে জ্বলে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডডার সাকিব আল হাসান, তামিম ইকবাল, পেসার মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার নাসির হোসেন।
২০০৭ সালে প্রতিযোগিতার প্রথম শিরোপা জেতে ভারত। এবার দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নেতা নির্বাচিত হয়েছেন স্টুয়ার্ট ব্রড। এছাড়া স্বাগতিক শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলের স্কোয়াড নিচে দেওয়া হলো:
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আবুল হাসান, ইলিয়াস সানি, ফরহাত রেজা, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ও জিয়া উর রহমান।
অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি, বেন হিলফেনহস, ব্রাড হগ, ডেভিড হাসি, মাইকেল হাসি, গ্লেন মাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকেই, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়াডে, ডেভিড ওয়ার্নার, শন ওয়াটসন ও ক্যামেরন হোয়াইট।
ইংল্যান্ড দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), জনি বেয়ারস্ট্রো, রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জোস বাটলার, জাডে ডার্নব্যাচ, স্টিভেন ফিন, আলেক্স হালেস, ক্রেইগ কিসওয়েটার, মাইকেল লাম্ব, ইয়ন মর্গান, সমিত প্যাটেল, গ্রায়েম সোয়ান ও লুক রাইট।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্র অশ্বিন, বালাজি, পিযুস চাওলা, অশোক দিন্দা, গৌতম গম্ভীর, হরভজন সিং, জহির খান, বিরাট কোহলি, ইরফান পাঠান, সুরেশ রায়না, বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা,মনোজ তিওয়ারি ও যুবরাজ সিং।
নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), ডোগ ব্রাসওয়েল, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, রনি হিরা, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, আডাম মিলন, রোব নিকল, জ্যাকব ওরাম, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আব্দুল রাজ্জাক, আসাদ শফিক, ইমরান নাসির, কামরান আকমল, মোহাম্মদ সামি, নাসির জামশেদ, রাজা হাসান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সোহাইল তানভির, উমর আকমল, উমর গুল ও ইয়াসির আরাফাত।
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, জোহান বোথা, জিয়ান-পল ডুমিনি, ফাফ ডু প্লেসিস, জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, আলবি মর্কেল, মর্নে মর্কেল, জাস্টিন অনটং, ওয়েন পার্নেল, রবিন পিটারসেন, ডেল স্টেইন ও লোনয়াবো সোতসোবে।
শ্রীলঙ্কা দল: মাহেলা জয়ার্ধনে (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলকারতেœ দিলশান, আকিলা ধনঞ্জয়া, শামিন্দা ইরঙ্গা, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, আঞ্জেলো ম্যাথুস, অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, দিলশান মুনাবীরা, থিসারা পেরেরা, কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, স্যামুয়েল বাদ্রি, ড্যারেন ব্রাভো, জনসন চার্লেস, ফিদেল এডওয়ার্ডস, ক্রিস গেইল, সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স ও ডোয়াইন স্মিথ।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), এল্টন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, কেইগ আরভিন, কাইল জারভিস, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাটসিকেনিয়েরি, ক্রিস এমপোফু, ফোরস্টার মুটিজওয়া, রিচার্ড মুঝাঙ্গে, ভুসি সিবান্দা, প্রসপার উৎসেয়া, ব্রায়ান ভিটোরি ও মারকম ওয়েলার।
আফগানিস্তান দল: নওরোজ মঙ্গল (অধিনায়ক), দৌলত জাদরান, গুলবাদিন নাইব, হামিদ হাসান, ইজাতুল্লাহ দৌলতজাই, করিম সাদিক, মোহাম্মদ জাওয়েদ আহমেদি, মোহাম্মদ নাসিম বারাস, মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ আজগর, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, শফিউল্লাহ শফিক ও শাপুর জাদরান।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), আলেক্স কুসাক, জর্জ ডোকরেল, ট্রেন্ট জনস্টন, নিগেল জনেস, এড জয়েস, টিম মুর্টাগ, কেভিন ও’ব্রায়ান, নাইল ও’ ব্রায়ান, বয়ড রানকিন, ম্যাক্স সোরেনসেন, পল স্টারলিং, স্টুয়ার্ট থমসন, আন্ড্র হোয়াইট ও গ্যারি উইলসন।