প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সম্মেলনে যোগ দিতে ২৯ আগস্ট ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন।
তেহরানে ন্যাম সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ও মনমোহন সিং দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আগামী ২৬থেকে ৩১ আগস্ট তেহরানে ন্যামের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হবে, শীর্ষ নেতারা বৈঠকে বসবেন সম্মেলনের শেষ দু’দিন।
পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস শনিবার এ সম্মেলনের প্রাথমিক আনুষ্ঠানিকতায় যোগ দিতে তেহরানের উদ্দেশে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন।
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তেহরান সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মিশর বর্তমানে এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছে এবং আগামী ৩ বছরের জন্য এ দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত করা হবে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘ মহাসচিব বান কি মুন ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। গত বুধবার জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসার্কি বলেন, “সফরকালে বানকি মুন ইরানের পরমাণু কর্মসূচি, সন্ত্রাসবাদ, মানবাধিকার ও সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরবেন।’
জাতিসংঘ মহাসচিবের ইরানের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইরানে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ সম্মেলনে তাঁর (বান) যোগদান হবে ‘মারাত্মক ভুল সিদ্ধান্ত’।
জাতিসংঘে মার্কিন দূত সুজান রাইসও বান কি-মুনকে সম্মেলনে যোগদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, “ সম্মেলনে বান কি-মুনের যোগদান করাটা হবে একটি ‘আশ্চর্যজনক’ ঘটনা।“
তিনি বলেন, “আমরা মনে করি না যে, ইরান এ ধরনের একটি উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের যোগ্যতা রাখে।“