পাথরঘাটায় এক রোহিঙ্গা আটক

 

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রাম থেকে ইছাহাক (২৫) নামের এক রোহিঙ্গাকে  সোমবার আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ। তার বাবার নাম ইদ্রিস আলী। জানা যায়, এক বছর আগে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের জালাল গাজীর একটি ফিসিং ট্রলারের বাবুর্চি হিসাবে কাজ শুরু করে। ঈদের দিন জালাল গাজীর ছেলের বিয়েতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইছাহাককে আটক করে। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশ বিষয়ক আইন ১৯৫২ (২) ধারায় পাথরঘাটা থানার এস আই আরিফ বাদী হয়ে একটি মামলা করেছে। (মামলা নং- ২০/১২) পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আযম খান ফারুকী মুঠোফোনে ুজানান, রোহিঙ্গা ইছাহাক অবৈধ ভাবে বাংলাদেশে এসে পালিয়ে থাকে। সোমবার রাতে জালাল গাজীর ছেলের বিয়ের আসর থেকে তাকে আটক করেন। তিনি আরো জানান, রোহিঙ্গা ইসহাক মাদক ব্যবসার সাথে জরিত।

 

বরগুনা প্রতিনিধিঃ এম.মজিবুল হক কিসলু
বরগুনা।

অন্যান্য