চারদিকে পরিবর্তনের সুর বাজছে : হুসেইন মুহম্মদ এরশাদ

চারদিকে পরিবর্তনের সুর বাজছে : হুসেইন মুহম্মদ এরশাদ


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। চারদিকে পরিবর্তনের সুর বাজছে। এর মধ্য দিয়ে ঈদের পর নতুন দিগন্ত উšে§াচিত হবে। মনে হয় মানুষ পরিবর্তনের দিকে সাড়া দিয়েছে। সোমবার রাজধানীর বনানীতে তার কার্যালয় রজনীগন্ধায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে এদিন সকালে তিনি গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে যে শংকা দেখা যাচ্ছে, তা কেটে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ উন্নয়নের পথে হাঁটবে। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের কারণেই জাতীয় পার্টি এখনও একক নির্বাচন করার বিষয়ে অনড়। দেখাতে চাইÑ দেশের মানুষ এখনও আমাকে কতটুকু ভালোবাসে। তারা যে এখনও আমাকে মনে রেখেছে, সেটি প্রমাণ করতে চাই। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, এমএ হান্নান, ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, করিমউদ্দিন ভরসা, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, সোহেল রানা, মোস্তফা জামাল হায়দার, ফকির আশরাফ, সাইদুর রহমান টেপা, কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, একেএম মাইদুল ইসলাম, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, আহসান হাবিব লিঙ্কন, কবি ফজল শাহাবুদ্দিন, মোঃ শাজাহান, দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল এ সময় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর