নিউইয়র্কের ম্যানহাটনে এমপায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে গোলাগুলিতে বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো আট জন আহত হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে।
শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা মিনিট) এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এপি, নিউইয়র্ক টাইমস ও সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
ম্যানহাটনের ৩৪ নম্বর স্ট্রিট ও ৫ নং এভিনিউয়ে এমপায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে এ ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে।
নিউইয়র্কের আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, এটা কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয়। সন্দেহভাজন ওই বন্দুকধারী একদিন আগেই চাকরিচ্যুত হয়েছিলেন। তার কর্মস্থল এমপায়ার স্টেট বিল্ডিংয়ের ভেতরে অথবা এর কাছাকাছি।
নিউইয়র্কের অধিবাসী ম্যাক্স ক্যাপলান (২২) জানান, তিনি নয়টি গুলির শব্দ শুনেছেন।
আইনপ্রয়োগকারী সংস্থার দু’জন কর্মকর্তা জানিয়েছেন, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। স্থানীয় বিরোধের জেরে এটি ঘটতে পারে।
আরেক কর্মকর্তা বলছেন, এটা ডাকাতি বা রাস্তায় কোনো ধরনের বিবাদের জেরে ঘটে থাকতে পারে।
এদিকে, ঘটনার পর পুরো এলাকা পুলিশ সাধারণের প্রবেশ বন্ধ করে দিলে ৫নং এভিনিউ এবং ৩৪নং স্ট্রিটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মনিকা নামে একজন পথচারী বলেন, “আমি দাঁতের ডাক্তারের চেম্বার থেকে বের হয়েছি অমনিই কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। তখন আমি দেখলাম, দু’জন ব্যক্তি ভবনের দিকে যাচ্ছে।”
নিউজার্সি থেকে এমপায়ার স্টেট বিল্ডিং পরিদর্শনে আসা অ্যান্ড্রু পেলেবার্গ (২৩) ও তার বন্ধু জানান, তারা ১০ থেকে ১৫টি গুলির শব্দ শুনেছেন। ঘটনাটি ঘটেছে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।
আহত লোকজনদের পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের বেলেভ্যু এবং সেইন্ট লুকস রোজেভেল্ট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এমপায়ার স্টেট বিল্ডিং পর্যটকদের কাছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অট্টালিকা। প্রতি বছর প্রায় ৪০ লাখ পর্যটক ভবনটি পরিদর্শন করে। ভবনটির উচ্চতা প্রায় এক হাজার ৪৫৩ ফুট।
এ ভবন এবং আশপাশের এলাকা অত্যন্ত সুরক্ষিত। কিন্তু এতো কঠোর নিরাপত্তার মধ্যেও দিন-দুপুরে গোলাগুলির ঘটনায় স্থানীয়রা হতভম্ব।