২১ আগস্ট হামলায় বিএনপি-জামায়াত সরকার জড়িত: হানিফ

২১ আগস্ট হামলায় বিএনপি-জামায়াত সরকার জড়িত: হানিফ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তদন্তের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ সর্বোচ্চ মহল জড়িত ছিলেন। তারাই এই গ্রেনেড হামলার নীলনকশা প্রণয়ন করেছিলেন।’’

শুক্রবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রপতির সহধর্মিণী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগই জড়িত বিএনপির এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হানিফ বলেন, ‘‘এ বক্তব্য অত্যন্ত দু:খজনক। যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তারা মিথ্যাচার ছাড়া আর কি করবেন। সেই সময়ের সেনা কর্মকর্তা রুমির সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে, এই হামলায় খালেদা জিয়া জড়িত ছিলেন।’’

অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিরোধী দলকে আহ্বান জানান মাহবুব-উল আলম হানিফ।

ঈদ পরবর্তী বিরোধী দলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে হানিফ বলেন, ‘‘তাদের এসব কর্মসূচিতে আমরা চিন্তিত নই। বিগত তিন বছরে তাদের আন্দোলন কর্মসূচিতে কোনো জনসম্পৃক্ততা ছিল না। সাম্প্রতিক সময়ে জনমত সৃষ্টি যে চেষ্টা চালাচ্ছেন তারা, বক্তৃতা দিচ্ছেন তাতেই সেটা প্রমাণিত হয়েছে।’’

 

রাজনীতি