ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপত্তিতে ৬ অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপত্তিতে ৬ অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কালো তালিকাভুক্ত ছয়টি ভুয়া অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

সরকার বিরোধী বা কর্তৃপক্ষের ভাষায় উসকানিমূলক বার্তা থাকায় ভারত সরকার তিনশ’টি ওয়েবপেজ বন্ধ করে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এমার্জেন্সি২০১০ এর মতো কয়েকটি হেশট্যাগ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এ উদ্যোগ নিল টুইটার।

এ অ্যাকাউন্টগুলো টুইটারের নীতি ভঙ্গ করেছে বলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয় থেকে অভিযোগ তোলা হয়েছিল। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাকাউন্টের ছদ্মবেশে তৎপর ছিল এগুলো।

গত সপ্তাহে ইন্টারনেটে অনেক ওয়েবপেজ এবং ওয়েবসাইট বন্ধ করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসকে (আইএসপিএস) নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি আসাম রাজ্যে জাতিগত সহিংসতার জেরে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের ওপর আক্রমণের বার্তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এমন উসকানিমূলক বার্তা ছাড়ানো বন্ধ করতে কিছু ওয়েবসাইট ও ওয়েবপেজ কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এ সিদ্ধান্ত ইন্টারনেটের স্বাধীনতা ক্ষুণ্ন করবে বলে ব্যবহারকারীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইন্টারনেটে নানা সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিংয়ে সক্রিয় হয়েছে এ সিদ্ধান্তের বিরোধীরা।

আন্তর্জাতিক