লেবাননের ত্রিপোলি নগরীতে চলমান সহিংসতায় শুক্রবার এক সুন্নি মুসলিম ধর্মীয় নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। গুপ্ত ঘাতকের ছোড়া গুলিতে শুক্রবার সকালের দিকে নিহত হন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার সমর্থক আলাভি শিয়া ও বিরোধীদের সমর্থক সুন্নি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ হত্যাকা- পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
ত্রিপোলির সুন্নি অধ্যুষিত কোব্বেহ এবং আলাভি অধ্যুষিত জাবাল মুহসিন জেলার মধ্যবর্তী এলাকায় চলা লড়াইয়ে নিহত হন ওই ধর্মীয় নেতা।
সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ প্রাণহানির ঘটনাসহ মৃতের সংখ্যা ১৭ জনে উন্নীত হলো বলে জানা গেছে।
এদিকে বর্তমান সঙ্কট থেকে উত্তরণে লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সব পক্ষকে সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেওয়া উদ্যোগে সহায়তার আহবান জানিয়েছেন।
বৈরুতে নিজ বাসভবনে লেবাননের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধান ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।”
উল্লেখ্য, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলাবি সম্প্রদায়ভুক্ত।
এদিকে ত্রিপোলি নগরীর সাম্প্রতিক লড়াইয়ের কেন্দ্রস্থল সিরিয়া স্ট্রিটে শুক্রবার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ভোরে এখানেই উভয়পক্ষে তুমুল লড়াই শুরু হয়। রাস্তার বিপরীত প্রান্তে অবস্থিত কোব্বেহ ও জাবাল মুহসিন জেলায় অবস্থান নেওয়া সুন্নি ও আলাবি যোদ্ধারা স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট প্রোপাইল গ্রেনেড নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
দিনের মধ্যভাগে যোদ্ধারা রাস্তা থেকে সরে যাওয়ার আগমুহুর্ত পর্যন্ত পুরো বেলা জুড়েই লড়াই চলে বলে জানা গেছে।