আনামুলের শতকে ধরাশায়ী পাকিস্তান

আনামুলের শতকে ধরাশায়ী পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আনামুল হকের চোখধাঁধানো শতকে লালসবুজরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।

পাকিস্তান: ২৩৫/৮ (ওভার ৫০)
বাংলাদেশ: ২৩৯/৫ (ওভার ৪৬.২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

দারুণ খেলেছে বাংলাদেশ দল। তাদের অলরাউন্ড নৈপুণ্যে সুবিধা করতে পারেনি পাকিস্তান। টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আনামুল হক। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয় পাক যুবারা।

তাসকিন আহমেদ তিনটি এবং দেওয়ান সাব্বির ও আল-আমিন দুটি করে উইকেট নিয়ে ধ্বস নামান পাকিস্তানের ইনিংসে। মূলত তাদের সমন্বিত বোলিং আক্রমণে বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করতে পারে তারা। সবচেয়ে বেশি ৮২ রান করেন মোহাম্মদ নেওয়াজ।

জবাবে আনামুল হকের শতক ও সৌম্য সরকারের অর্ধশতকে ৫ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ১১২ বলে ১২৮ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ৫টি চার ও ৮টি ছয়ের মার ছিলো তার ইনিংসে। এছাড়া ৫৩ রান করেন ওপেনার লিটন দাস। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা আনামুল।

খেলাধূলা