বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খান মা জিন্নাত হুসাইনকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে শিগগিরই সৌদি আরবের মক্কা যাচ্ছেন। হজ্বে যাওয়ার যাবতীয় প্রস্তুতিও তিনি চুড়ান্ত করে ফেলেছেন। তবে কবে তিনি যাত্রা শুরু করবেন, তা এখনো নিশ্চিত হয় নি।
বলিউড সুপারস্টার আমির খান তার রতœাগর্ভা মায়ের মন রক্ষার জন্যই তুমুল ব্যস্ততার মাঝেই পূণ্যভূমি মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে সময় বের করেছেন। আগামী সপ্তাহে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হতে পারেন।
২০১০ সালের ফেব্রুয়ারিতে বাবা তাহির হোসাইনকে হারানোর মায়ের কাছাকাছি থাকার জন্য আমির খান সবধরণের ব্যবস্থা নেন। মাকে তিনি পুনে থেকে মুম্বাই নিজের কাছে নিয়ে আসেন। যেখানেই যান না কেন, মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন আমির খান। মায়ের মন ভালো রাখার জন্য চেষ্টার কোনো কমতি রাখেন তিনি।
সম্প্রতি আমির খান তার মাকে বিশেষ উপহার দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন । ছেলের কাছ থেকে উপহার হিসেবে মা জিন্নাত হুসাইন চেয়েছিলেন ওমরাহ পালনের সুযোগ। মায়ের এই চাওয়া পুরণের জন্য সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি দেন আমির খান। নিয়ম অনুযায়ী, মুসলিম নারীরা স্বামী, ভাই অথবা সন্তানের সঙ্গে হজ্ব বা ওমরাহ পালন করতে পারেন। এ নিয়ম মেনেই মায়ের সঙ্গে ওমরাহ পালনের সব প্রস্তুতিই সম্পন্ন করে ফেলেছেন আমির খান।