শাহরুখ-সালমানের শত্রুতা বন্ধুত্বে রূপান্তর

শাহরুখ-সালমানের শত্রুতা বন্ধুত্বে রূপান্তর

বলিউডে খানদের মধ্যে চলা টানাপোড়নের কথা কমবেশি সবারই জানা। আর এ টানাপোড়েন সবচেয়ে বেশি শাহরুখ খান আর সালমান খানের মধ্যে। সবার ধারণা ছিল তাদের এই মনোযুদ্ধের অবসান হবে না কোনোকালেই।

কিন্তু কিছুদিন আগে ক্যাটরিনা যে বার্তা দিয়েছিলেন, তা সত্যি হতে চলেছে। তিনি বলেছিলেন, শাহরুখ-সালমানের মধ্যে বন্ধুত্ব হতে যাচ্ছে।

হ্যাঁ, অবশেষে শাহরুখ-সালমানের মধ্যে বহুদিন ধরে চলা টানাপোড়নের অবসান ঘটতে যাচ্ছে। তারা আবারও বন্ধু হতে যাচ্ছেন। আর তাদের ভক্তদের জন্য সুখবরটি দিয়েছেন সালমান খান নিজেই।

‘এক থা টাইগার’- এর সাফল্যে উদ্ভাসিত সালমান সম্প্রতি স্যাটেলাইট চ্যানেল জুম টিভিকে দেওয়া সাক্ষাতকারে এমনই আশার কথা শুনিয়েছেন ভক্তদের। তিনি বলেছেন, “একটা সময় ছিল যখন আমার ও শাহরুখের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছিল। তবে এর মানে এই নয় যে আমরা একজন আরেকজনের শত্রু। আর আমাদের ভক্তরাও তা পছন্দ করেন না। এখন আমরা আগের সব টানাপোড়নের কথা ভুলে গেছি।”
সালমান খান আরও বলেন, “আমরা কাজ দিয়ে একে অন্যকে টেক্কা দেব, ব্যক্তিগত আক্রমনের মাধ্যমে নয়।”

সালমান খানের এমন বক্তব্যের পর সবাই বিষয়টিকে মিরাকল হিসেবেই দেখছেন। তবে অনেকেই আবার বলছেন, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
তবে কারণ যাই হোক না কেন, ভক্তরা চায় শাহরুখ-সালমান বন্ধু হয়েই থাক।

বিনোদন