বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি’র নতুন পরিচালক হলেন ওএসডি উপসচিব মোহাম্মদ হানিফ।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নতুন পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া অপর এক আদেশে ওএসডি সিনিয়র সহকারী সচিব মফিদুর রহমানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মফিদুর রহমানকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ধারণাগত জ্যেষ্ঠতাও দেওয়া হয়েছে। তবে জ্যেষ্ঠতার জন্য তিনি কোনো বাড়তি আর্থিক সুবিধা পাবেন না।