বিদেশিদের সঙ্গে আলোচনার জন্য দেশের বাইরে কার্যালয় খুলতে প্রস্তুত তালেবানরা। মঙ্গলবার আফগান তালেবানদের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
আর এই বিবৃতির ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলো তালেবানরা।
নিজেকে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের মুখপাত্র দাবি করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তালেবানরা প্রাথমিকভাবে কাতার এবং অন্যান্য সন্মানিত দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তালেবানরা যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো নির্যাতন কেন্দ্র থেকে তাদের সঙ্গীদের মুক্তির বিপরীতে কার্যালয় খোলার কথা জানিয়েছেন।’
তালেবানরা দেশের ভেতরে আলোচনার জন্যও প্রস্তুত আছে বলেও তিনি জানান।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা আফগানিস্তান শাসন করে। সেসময় যদিও যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছিল। কিন্তু তখন তালেবানদের পক্ষ থেকে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো হয়।
তবে তালেবানদের এই মুখপাত্র যে আফগানিস্তানের সকল তালেবানদের হয়ে কথা বলছেন তা পরিস্কার হওয়া যায়নি। কারণ বিবৃতিটি ছিল স্থানীয় পশতু ভাষায় লেখা।