অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খেয়ে দুই জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খেয়ে দুই জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন বছরকে সামনে রেখে ক্যানবেরার এক পার্টিতে এই ঘটনা ঘটে।

পার্টিতে মোট চারজনের একটি গ্রুপ ওই মাশরুম খায়। মাশরুম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

সুস্থ হয়ে একজন হাসপাতাল থেকে চলে যায়। তবে বাকী তিনজনের মধ্যে দুইজন হাসপাতালেই মারা যান।

সিডনির রয়্যাল প্রিন্স আলফ্রেড(আরপিএ) হাসপাতালের একজন মুখপাত্র এই মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।

হাসপাতাল মুখপাত্র একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে আরও জানান, ‘ আরপিএ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। অপর একজনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এই বিষাক্ত মাশরুম ক্যানবেরার বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। বিশেষত ওক গাছের সঙ্গেই এই মাশরুম বেশি পাওয়া যায়।

আন্তর্জাতিক