ভারত সফরকে ফলপ্রসু হিসেবে অভিহিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ছয় দিনের ভারত সফর শেষে শনিবার দুপুরে জেট এয়ারওয়েজের বিমানে এরশাদ দেশে ফিরেন বলে জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।
বিমানবন্দরে সাংবাদিকদের সাবেক রাষ্ট্রপতি বলেন, “দুই দেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক উন্নয়নসহ স্বার্থ সংশিষ্ট নানা বিষয়ে ওয়ান টু ওয়ান কথা হয়েছে। আমি এই সফরকে ফলপ্রসু ও গুরুত্বপূর্ণ বলে মনে করছি।”
“এই সফর তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয়। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকার আমাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন; তার জন্য তাদের আমি প্রতি কৃতজ্ঞ”, যোগ করেন তিনি।
ভারত সফরে এরশাদ শুক্রবার ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ১৪ অগাস্ট তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন।
ভারত সরকারের আমন্ত্রণে এ সফরে এরশাদ পররাষ্ট্রসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর, কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।