ইয়েমেনের এডেনে গোয়েন্দা সদর দপ্তরে বোমা ও গ্রেনেড হামলায় সেনাসদস্যসহ অন্তত ১৮ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে. শনিবার এ গাড়িবোমা ও গ্রেনেড হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত আল-কায়েদার সদস্যরা জড়িত।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীরা একটি সংবাদ সংস্থাকে জানায়, নিহতদের লাশ বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়েছে এবং এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
তবে জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, সন্দেহভাজন আল কায়েদার সদস্যরা ৩ তলা বিশিষ্ট গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ করে গাড়িবোমার পাশাপাশি রকেট চালিত গ্রেনেড হামলাও চালায়। এতে করে ভবনটির জানালায় আগুন লাগে এবং ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় এক নিরাপত্তা কর্মী সংবাদ মাধ্যমকে জানান যে, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং তিনি ধারণা করছেন, আল-কায়েদার সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, গোয়েন্দা সদর দপ্তরের পাশেই ৫ তলা বিশিষ্ট একটি টেলিভিশন ভবন অবস্থিত। জঙ্গিরা প্রথমে গোয়েন্দা সদর দপ্তরের কম্পাউন্ডে থাকা সৈন্যদের গাড়ি লক্ষ করে হামলা চালায় এবং এর পর পরই তারা রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড হামলা করে। এতে করে অন্তত সেনা সদস্যসহ ১৮ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৭ জন আহত হয়। এতে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।