চীনা সুন্দরীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট

চীনা সুন্দরীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট

বিশ্বসুন্দরীর মুকুট এবার উঠলো চীনা সুন্দরীর মাথায়। এবারের প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছেন চীনের উ ওয়েনজিয়া। কোনো চীনা সুন্দরীর এটা দ্বিতীয়বার বিশ্বসুন্দরীর খেতাব জয়। ২০০৭ সালে ঝ্যাং জিলিন এ সম্মান অর্জন করেছিলেন।

এবারের আয়োজনে প্রথম রানার-আপ হয়েছেন ওয়েলসের এলিজাবেথ মুল্ডস। দ্বিতীয় রানার-আপ হয়েছেন অস্ট্রেলিয়ার জেসিকা মিশেল।

২৩ বছরের উ সঙ্গীতের ছাত্রী। ইচ্ছা একদিন সঙ্গীতের শিক্ষক হবেন।

এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজক ছিলো মঙ্গোলীয় নগরী অরডোস। চীনের অন্যতম ধর্নাঢ্যদের নগরী এটি।

চীনের অন্য নগরী সানিয়া এর আগে বেশ কয়েকবার এই আসর বসিয়েছিলো।

বিনোদন