মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নবম সাক্ষীর জেরা বুধবার সকালে আবার শুরু হয়েছে।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর উপস্থিতিতে নবম সাক্ষী মো. আলতাফ হোসেন হাওলাদারকে জেরা করছেন সাঈদীর আইনজীবীরা।
এছাড়া বুধবার আদালতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন লেবাননের একটি বিশেষ আদলতের বিচারক ডেভিড রে।
গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেন। এর আগে ১১ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন।
গত ৩১ মে মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ৪ হাজার ৭৪ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় সাঈদীকে গত বছর ২৯ জুন গ্রেপ্তার করা হয়। এরপর তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।
ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার সদস্যরা সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন।
এছাড়া গত ১২ মে ধানমণ্ডির সেফ হোমে নিয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চারজন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন।
এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দুই বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে সাকা চৌধুরী বর্তমানে আটক থাকলেও সাবেক মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।