দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পাটুরিয়া ঘাটে গাড়ি নেই! তাই শনিবার ভোর থেকেই গাড়ির জন্য অপেক্ষা করে অলস সময় পার করছেন ফেরিচালকরা।
অবাক করা মতো বিষয় হলেও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাটুরিয়া ফেরিঘাটে শনিবার ভোর থেকে যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো পন্টুনে নোঙর করে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বাংলানিউজকে জানান, ঘাট এলাকায় কোনো যানবাহন দৌলতদিয়া পাড়ে পারাপারের অপেক্ষায় না থাকায় প্রতিটি ফেরিকে ৩০ থেকে ৪০ মিনিট করে বসে থাকতে হচ্ছে।
ঈদের লম্বা ছুটি আর ফেরির সংখ্যা পর্যাপ্ত হওয়ার কারণে এবার ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকায় যাত্রীদের কোনো দুর্ভোগ হয়নি বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।