বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারাদেশে সিরিজ বোমা হামলা হয়েছিল বলে মন্তব্য করেছেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারা দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। কারণ সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ রকম হামলা সম্ভব নয়।”
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বেচ্ছাসেবক লীগ’ আয়োজিত ‘সিরিজ বোমা ও গ্রেনেড হামালাকারীদের বিচারের দাবিতে’ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “বাঙালি জাতি চিরদিন ৪ দলীয় জোটের এই নৃশংস কর্মকাণ্ডকে ঘৃণাভরে স্মরণ করবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন তানভীর শাকিল জয় এমপি, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোদাচ্ছের চৌধুরী প্রমুখ।