সাধারণ মানুষের লেনদেনের সুবিধার্থে শনিবারও দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সব শাখা অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে। ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শাখা খোলা রাখতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ সম্প্রতি এ নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা খোলা রাখতে পারবে। ফলে ব্যাংকগুলোকে শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব শাখা খোলা রাখতে হবে।
এদিকে বৃহস্পতিবার শবে কদরের ছুটি থাকার পরও তিন ঘণ্টার জন্য ব্যাংকগুলোর সেবা দিয়েছে। এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিশেষ বিবেচনায় ব্যাংকগুলো তাদের শাখায় লেনদেন করেছে।