বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইউনাইটেডের প্লেন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইউনাইটেডের প্লেন

বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেসরকারি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজের একটি প্লেন।

গত ১৩ আগস্ট যশোর থেকে ঢাকায় আসার পথে প্লেনটির জানালা (উইন্ডশিল্ড) ভেঙে যায়। এতে একজন ক্রু চোখে আঘাত পেলেও পাইলটের পারদর্শিতায় শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করা সম্ভব হয়।

জানা গেছে, এটিআর ৭২-২০০ মডেলের প্লেনটি ঢাকায় আসার পথে ক্রু (ফার্স্ট অফিসার) একটি সতর্ক সংকেত (কেবিন প্রেসার) পান। এরপর তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত অবতরণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওই ক্রু রানওয়ে ১৪-তে অবতরণ করার চেষ্টা করেন। এ সময়ই ক্রুর ডান পাশের জানালার কাচ ভেঙে যায়। এতে ককপিটে থাকা আলগা জিনিসপত্রও উড়ে যায়। ক্রু চোখে আঘাত পান। তবে শেষ পর্যন্ত ক্যাপটেন প্লেনটির নিয়ন্ত্রণ নিয়ে নিরাপদে অবতরণ করেন। ওই ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বল্পপাল্লার আঞ্চলিক এয়ারক্রাফটি (এটিআর ৭২-২০০) ফ্রান্স-ইতালির প্রতিষ্ঠান এটিআর-এর নির্মিত। এর আসন সংখ্যা ৭৮।

ইউনাইটেড এয়ারওয়েজ বিগত পাঁচ বছরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

২০০৭ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। বাংলাদেশের পুঁজিবাজারে একমাত্র এয়ারলাইন্স এটা।

বাংলাদেশ