পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের জন্য ফলজ ও ঔষধি গাছের চারা বিনিমিয় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফ-এর সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে এ গাছের চারা বিনিময় করেন তারা।
এ সময় সেখানে বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ৩৬ বিএসএফ-এর কোম্পানি কমান্ডার সিক্তা নন্দ, ইন্সপেক্টর দত্ত ও পেট্রাপোল ক্যাম্প কমান্ডার পিপি সিংহসহ অন্যান্য বিএসএফ সদস্যরা।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল সদর কোম্পানি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী, পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শের-ই আলমসহ বিজিবি-এর বেশ কয়েকজন সদস্য।