রাজধানীর শপিংমলে চাঁদাবাজি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবসায়ীরা

এবারের ঈদে রাজধানীর শপিং মল ও বিভিন্ন মার্কেটে কোনো চাঁদাবাজি নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের চেয়ে চেয়ে কেনাকাটা এবার কম।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন এমপি রাজধানীর বিভিন্ন শপিংমল পরিদর্শনে গেলে ব্যবসায়ীরা এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ী ছাড়াও মার্কেট করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা বলেন, এবারের ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্ট তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাজধানীর বেশ কয়েকটি শপিংমল ও মার্কেট পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ৠাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ ৠাব-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বাজার পরিদর্শনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইস্টার্ন প্লাজায় যান। সেখানে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

ব্যবসায়ীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান,  ঈদ মৌসুমে তারা কোনো প্রকার চাঁদাবাজির শিকার হননি। কেউ ফোনে চাঁদার জন্য হুমকি দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্তুষ্টির কথা জানান।

এখানকার ব্যবসায়ী আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, তারা নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আগে যেভাবে মার্কেটে কেনাবেচা হতো. এবারে তার চেয়ে একটু কম।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী যান ইস্টার্ন মল্লিকা মার্কেটে। সেখানে কিছুক্ষণ ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে চলে যান রাপা প্লাজায়। সেখানে নীল আচল নামের শাড়ির দোকানের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ উপলক্ষে নিরাপত্তার কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান, ‘‘ঈদের নিরাপত্তায় আপনারা খুশি কিনা?’’ এ সময় সবাই খুশি বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

রাপা প্লাজা থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটের ফার্মভিউ মার্কেটে যান। সেখানে লোকজনের সঙ্গে অনেক কথা বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  এখানে কিছু সময় কাটানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী শেষ পরিদর্শন হিসেবে যান রাজধানীর বৃহত্তম শপিং মল বসুন্ধারা সিটিতে। তিনি সেখানে কয়েকটি দোকান ঘুরে দেখেন। ক্রেতা-বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেন।

মার্কেট পরিদর্শন শেষ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘‘এবারের ঈদে কোনো মার্কেটে কোনো রকম চাঁদাবাজির ঘটনা নেই। আমরা ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যার কারণে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্ষম হয়েছি।’’

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন।

 

অর্থ বাণিজ্য