ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় পিই রেশিও বা মূল্য আয় অনুপাত কিছুটা বেড়েছে। বর্তমানে ডিএসই’র পিই রেশিও ১১ দশমিক ৯৬।
ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগের সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ছিল ১১.৬৭। এক সপ্তাহ ব্যবধানে গড় পিই রেশিও বেড়েছে দশমিক ২৯ বা ২ দশমিক ৪৯ শতাংশ।
পুঁজিবাজার এখনো ধসের রেশ কাটিয়ে উঠতে পারেনি। তবে গত সপ্তাহে বাজার কিছুটা উর্ধ্বমূখী থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে সূচক এবং পিই রেশিওর পরিমাণ। পিই বর্তমানে ৫ মাস আগের অবস্থানে রয়েছে। তবে সে সময়ের তুলনায় সূচক কিছুটা কমেছে।
সপ্তাহের ব্যবধানে সামান্য পিই বাড়লেও বাজারে এখনো বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বাজারে দীর্ঘদিন ধরে পিই রেশিও ১৫-এর নিচে অবস্থান করছে। যতদিন পর্যন্ত পিই রেশিও ১৫-এর নিচে থাকবে ততদিন পর্যন্ত বাজারে বিনিয়োগ করা পুরোপুরি নিরাপদ। তবে কোম্পানিভেদে ১৫-এর ওপরেও বিনিয়োগ করা যেতে পারে। তবে এখনকার গড় পিই রেশিও বাজারের শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে বলে ইঙ্গিত দিচ্ছে। যা বাজারের শেয়ারদর পর্যালোচনা করলেই বোঝা সম্ভব।