নেপালে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে ওয়ালটন পণ্য

নেপালে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে ওয়ালটন পণ্য

নেপালের বাজারে ওয়ালটনের পণ্য শিগগিরই শুল্কমুক্ত সুবিধা পেতে পারে। নেপালের পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার বিনিময়ে ওয়ালটন এ সুবিধা পেতে পারে।

গত বুধবার বাণিজ্য সচিব গোলাম হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা নেপালের অনুরোধে কিছু পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা বিবেচনা করছি। এ পরিপ্রেক্ষিতে আমরাও তাদের কাছে প্রাণ গ্রুপ ও ওয়ালটন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছি।’’

বাংলাদেশের ওষুধ, প্রাণের কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং ওয়ালটনের রেফ্রিজারেটর (ফ্রিজ) ও গৃহে ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্যের জন্য এ সুবিধা চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সচিব।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) এমদাদুল হক সরকার বলেছেন, ‘‘নেপালে ওয়ালটন পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেলে সেটা ওয়ালটন এবং দেশের অর্থনীতির জন্য শুভ ফল বয়ে আনবে। এর ফলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ সহজ হবে।’’

তবে বাংলাদেশ থেকে নেপালে সড়ক পথে এসব পণ্য পরিবহন তথা ট্রানজিটের বিষয়টিও সহজতর করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেপাল বাংলাদেশকে তাদের ১শ’ ৪৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ করেছে।

সচিব গোলাম হোসেন এ ব্যাপারে বলেছেন, ‘‘শুল্কমুক্ত এ সুবিধা হবে পারস্পরিক। এটি কেবল সাফটার আওতায় দেওয়া যেতে পারে।’’

অর্থ বাণিজ্য