গত তিন বছরে শিল্প খাতে ইতিবাচক পরিবতর্ন: দিলীপ বড়ুয়া

গত তিন বছরে শিল্প খাতে ইতিবাচক পরিবতর্ন: দিলীপ বড়ুয়া

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, শিল্প খাতে গত তিন বছরে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।

বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন। বৈঠক উপস্থিত ছিলেন শিল্পসচিব কেএইচ মাসুদ সিদ্দিকী।

গত তিন বছরে শিল্প খাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা শিল্পনীতি, ২০১০ প্রণয়ন করেছি। এখন এই শিল্পনীতিকে আইনে পরিণত হচ্ছে। এখন তা খসড়া অবস্থায় আছে।’

শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘গত তিন বছরে সুষ্ঠুভাবে সার সরবরাহ ও বিতরণ করা হয়েছে। সার নিয়ে কোথাও কোনো সংকট হয়নি। এর কারণে ফসলের বাম্পার ফলন হয়েছে। জাহাজভাঙা ও রিসাইক্লিং খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

অর্থ বাণিজ্য শীর্ষ খবর