৬৪ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করলো রাবি ছাত্রলীগ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে ছাত্রলীগের ৬৪তম জন্মদিন পালন করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়  (রাবি) শাখা ছাত্রলীগ।

এ উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগের ৬৪তম জন্মদিন উপলক্ষে প্রতিটি হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দলীয় টেন্টে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১২টার দিকে রাবি শাখার সভাপতি আহম্মেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর নেতৃত্বে ক্যাম্পাসে বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে মিলিত হয়।

পরে সেখান ছাত্রলীগের জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ৬৪ পাউন্ডের কেক কাটেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরাফাত রহমান, রাবি ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী, সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জাকির হোসেন রনি, যুগ্ন-সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মুরাদসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এছাড়া বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে একটি কনসার্টের আয়োজন করেছে ছাত্রলীগ। কনসার্টে রাজশাহীর স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান ছাত্রলীগ নেতা-কর্মীরা।

রাজনীতি