ঈদ স্পেশাল ইত্যাদি

ঈদ স্পেশাল ইত্যাদি

ঈদ উৎসবে বাড়তি আনন্দ নিয়ে গত কয়েক বছরের মতো এবারও আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঢাকার মিরপুর আউটডোর স্টেডিয়ামে বিশাল সেটে কয়েক হাজার দর্শকের সামনে ধারণ করা হয়েছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভিতে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’, এই গানটির বৈচিত্র্যময় উপস্থাপনা নিয়ে শুরু হবে ঈদের ‘ইত্যাদি’। এতে অংশ নিয়ে নিয়েছে  দুই শতাধিক যন্ত্রশিল্পী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা তিন শতাধিক শিল্পী ও অর্ধশতাধিক যন্ত্রশিল্পীকে নিয়ে এবার ইত্যাদি পরিবেশন করবে একটি দেশের গান।

ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে রয়েছে এই প্রজন্মের জনপ্রিয় ৩ জন সংগীত তারকা ও ৩ জন অভিনয় তারকাকে নিয়ে তিনটি বিশেষ মিউজিক্যাল ড্রামা। পুরনো দিনের জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি এই মিউজিক্যাল ড্রামায় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, বিপ্লব, আগুন এবং অভিনয়শিল্পী অপূর্ব, নীরব ও ইমন। এতে ঈদের সময় যানবাহনের সময়-সূচি ঠিক না থাকা, গগনচুম্বী দালানের আধিপত্যে ঢাকার আকাশ দেখা না যাওয়া ও আধুনিক প্রযুক্তির অভিনব ব্যবহার ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়েছে।

ঈদের ‘ইত্যাদি’তে সবসময়ই একটি বিশেষ নাচ থাকে এবং প্রতিবারই চেষ্টা করা হয় এই নাচটির মিউজিক, নাচের মুদ্রা, বিষয় এবং চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারও তাই করা হয়েছে। এবারের ঈদের ‘ইত্যাদি’র নাচে অংশগ্রহণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তারকা মোনালিসা, মম, মুনমুন, মীম ও সারিকা। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। যাদের নৃত্যেছন্দ মুগ্ধ করেছে গ্যালারীর হাজার হাজার দর্শককে। নৃত্য পরিচালনা করেছেন সোহাগ। মিউজিক করেছেন আজিজুর রহমান টিংকু।

ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে রয়েছে ঢাকা শহরের বর্তমান নানান সমস্যা ও তার সমাধান নিয়ে বিশ্বের বিখ্যাত ও আলোচিত ৪ জন মানুষের আলোচনা। আর এই ঐতিহাসিক মানুষদের কাল্পনিক চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় চার অভিনয় তারকা মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান।

প্রতি ঈদের মতো এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সংগীত। এতে আমাদের ফোক এবং মর্ডান এই দুই ধরনের গানকে একত্রিত করে এক ধরনের ফিউশন তৈরি করা হয়েছে। এবার এ পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রতারকা মিশা সওদাগর। তবে দর্শকরা মিশা সওদাগরকে যে ধরনের চরিত্রের মাধ্যমে চেনেন সেভাবে নয়-দেখা যাবে একটু ভিন্নরূপে। তারসঙ্গে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

‘ইত্যাদি’র প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশীদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও রয়েছে তেমনি একটি পর্ব। যেখানে অংশগ্রহণ করেছেন শতাধিক বিদেশী নাগরিক। সমসাময়িক বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে রয়েছে একটি বিষয়ভিত্তিক গান। পরিবেশন করেছে ‘ইত্যাদি’র নতুন আবিষ্কার অর্জুন। সঙ্গে বিশেষ ভূমিকায় রয়েছে মামুন। প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাজার হাজার দর্শকের মাঝখান থেকে তিনজন দর্শককে নির্বাচন করা হয়। দর্শকদের নিয়ে করা একটি মজার পর্বে অংশ গ্রহণ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনয় তারকা-তারিন, নোবেল ও শিমুল।

মামার মানা সত্ত্বেও এবার ঈদেও মওসুমি ব্যবসায়ী ভাগ্নে নতুন ব্যবসার পরিকল্পনা করেছে। কি সেই ব্যবসা? আর ওদিকে নানি-নাতিকে এবার দেখা যাবে স্টুডিওতে দর্শকদের সামনে। এখানে নাতি কি করছে? ভাগ্নে ও নাতিকে নিয়ে এই প্রশ্নের উত্তর জানতে হলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এছাড়াও ঈদকে ঘিরে এবারের ইত্যাদিতে ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে।

এবারের ঈদের ‘ইত্যাদি’র অংশ নেওয়া শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলো- নাজমুল হুদা বাচ্চু, সোলায়মান খোকা, কেএস ফিরোজ, মহিউদ্দিন বাহার, ফখরুল হাসান বৈরাগী, আবদুল আজিজ, আবদুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, ফারুক আহমেদ, কাজী আসাদ, আমিন আজাদ, শবনম পারভীন, নিপু, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, রতন খান, বিলু বড়ুয়া, শিরিন আলম, অলিউল হক রুমী, প্রমা আজিজ, আনোয়ার শাহী, বিনয় ভদ্র, অপু, রবিন, আজিজ, নজরুল, শামীম ও আরও অনেকে।

ফাগুন অডিও ভিশন প্রযোজনায় ‘ইত্যাদি’ স্পন্সরে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

বিনোদন