বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন

বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন

বুধবার ১৫ আগস্ট সারাদেশে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ বিষয়ে দেশের বিভিন্ন জেলা/উপজেলা প্রতিনিধি/সংবাদদাতাদের পাঠানো খবর

রাজবাড়ী জেলা প্রতিনিধি জানান,  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী শহরে দলীয় কার্যালয়ে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরপর দলীয় কার্যালয় থেকে শোকমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পুলিশ সুপার রেজাউল হক, সিভিল সার্জন ডা. নূরুল আমীন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নরসিংদী জেলা প্রতিনিধি জানান, নরসিংদীতে বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোকমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদোজ্জামান, পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুখলেছুর রহমান ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নিবারণ রায় প্রমুখ।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ওবায়দুল আজম।

গাইবান্ধা জেলা প্রতিনিধি জানান, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে সকালে
শোকমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়।

জেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস-উল আলম হিরু, প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল চক্রবর্তী, আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

নাটোর জেলা প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খানসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে, নাটোরের মূক ও বধির স্কুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান, ফরাজী আহমেদ বাবন প্রমুখ। এছাড়া জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরানখানি অনুষ্ঠিত হয়।

রাবি প্রতিনিধি জানান, বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হলসমূহ ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা।

সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান, উপউপাচার্য প্রফেসর মুহাম্মদ নূরুল্লাহ, রেজিস্ট্রার প্রফেসর এমএ বারীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাবি বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নীরবতা পালন করে।

এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সকাল ১১টায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ রুয়েটের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ক্যাম্পাস থেকে একটি শোকমিছিল বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েটের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

বাদ আছর রুয়েট কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মর্ত্তুজা আলী, রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাসার, ছাত্রকল্যাণ পরিচালক ড. শামিমুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলম, রাজশাহী সিটি মেয়রের স্ত্রী শাহীন আকতার রেনীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান, আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাফর আলী সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন।

দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মহিলা সংসদ সদস্য আহমেদ নাজমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা এসএম মনির হোসেন, অলক সরকার, কাজিউল ইসলাম প্রমুখ।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক আনছারী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, ডা. নাছির উদ্দিন, ডা. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সফি খান, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন প্রমুখ।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি শোকমিছিল বের হয়।

দুপুর ১২টার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, জেলা পরিষদ প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মুনসি শাহাবুদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া প্রমুখ।

নীলফামারী জেলা প্রতিনিধি জানান, শোক দিবস উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোকমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার আলমগীর রহমান, সিভিল সার্জন ডা. শওকত আলী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন প্রমুখ।

টাঙ্গাইল জেলা প্রতিনিধি জানান, বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ভাসানী হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর নেতৃত্বে একটি শোক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদারীপুর জেলা প্রতিনিধি জানান, সকাল ১০টায় মাদারীপুর শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করেন-পুলিশ সুপার নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

খুলনা জেলা প্রতিনিধি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উদ্যোগে সকাল সাড়ে ৯টায় নতুন প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জামে মসজিদে কোরানখানি, সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার চত্বরে কালোব্যাজ ধারণ ও শোকমিছিল, সকাল ১১টায় ২নম্বর একাডেমিক ভবনে আলোকচিত্র প্রদর্শনী, বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবন অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ্।
অন্যান্যের মধ্যে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, প্রফেসর আনোয়ারুল কাদির, খুবি’র প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. সারোয়ার জাহান, প্রফেসর আহমেদ হাসানুজ্জামান, প্রফেসর ড. মোস্তফা সরোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস পালন কমিটির সভাপতি প্রফেসর একে ফজলুল হক।

 

বাংলাদেশ