দেশে মাত্র ২৫ লাখ মানুষ বেকার আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রধান সমস্যাগুলো সমাধান করেছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এখন আর মঙ্গা-দুর্ভিক্ষ নেই। খাদ্যের অভাবে কেউ মারা যায় না। কিন্তু স্বাধীনতার পর এখনও আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি। বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ লোক বেকার। সরকার এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে বুধবার বিকেলে পৃথক পৃথক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, “স্বাধীনতার ১৬ বছর আগে ১৯৫৫ সালে বাংলাদেশ নামটির জন্ম দেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং স্বাধীনতার পর মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি হয়েছে এবং যারা বিদেশে আছে তাদের দেশে এনে ফাঁসি কার্যকরের চেষ্টা চলছে। যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয়েছে এবং বর্তমান সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের হবে।”
তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুর মতো মানুষকে যারা হত্যা করেছে, তারা মানুষ হতে পারে না, এরা কুলাঙ্গার।”
জাতির জনক বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ উল্লেখ করে তিনি বলেন, “তার মধ্যে ৪টি গুণ ছিল। প্রথমত- ধৈর্য্যশক্তি ও দুরদর্শীতা, দ্বিতীয়ত- অসাধারণ সাহস, তৃতীয়ত- ন্যায় এবং চতুর্থত- আজীবন তিনি জনকল্যাণে নিবেদিত ছিলেন।
জেলা প্রশাসনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী সবাইকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে বলেন, “এর মাঝে অন্যরকম বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে। তিনি দার্শনিক ছিলেন না। তবুও তার জীবনের মধ্যে দার্শনিকতার ছাপ রয়েছে।”
অর্থমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।